শনিবার ভোট গণনা সম্পূর্ণ শেষ হতেই আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ একক সংখ্যাগরিষ্ঠ দল ৷ পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, পাকিস্তানের ২৭০টি আসনের মধ্যে ১১৬টি আসন পেয়েছে তেহরিক ই ইনসাফ ৷
উল্লেখ্য, ২৫ জুলাই নির্বাচন হয় পাকিস্তানে ৷ নানা কারণে ভোট গণনা দেরিতে হয় ৷ শনিবারই শেষ হয় গণনা ৷ আর তাতেই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল ‘পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ’ পেয়েছে ৬৪টি আসন ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দল ‘পাকিস্তান পিপলস পার্টি’ পেয়েছে ৪৩টি আসন ৷ ‘মুত্তাহিদা মজলিস ই অমল’ পাকিস্তান দলটি পেয়েছে ১৩টি আসন ৷ আর ‘মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান’ মাত্র ৬টি আসন পেয়েছে বলে খবর ৷
আর ইমরানের দল মোট ভোট পেয়েছে ১৬,৮৫৭০৩৫টি ৷
Be the first to comment