১০ বছর জেলে কাটিয়ে পাকিস্তান ফিরছেন মহম্মদ ইমরান কুরেশি ওয়ারসি

Spread the love

১০ বছর ভারতের জেলে কাটিয়ে শনিবার নিজের দেশে ফিরছেন পাকিস্তানের মহম্মদ ইমরান কুরেশি ওয়ারসি। করাচির বাসিন্দা কুরেশির কাহিনিও ভারতের হামিদ নেহাল আনসারির মতোই। আনসারি ৬ বছর পাকিস্তানের জেলে কাটিয়ে বুধবারই দেশে ফিরেছেন। ভালোবাসার সন্ধানে ভারতে এসেছিলেন। যার খোঁজে এসেছিলেন তাঁকে ২০০৩ সালে বিয়েও করেছেন। ৪ বছর সংসার করার দুই সন্তানের জনক কুরেশি ধরা পড়েন ভারতীয় পুলিশের হাতে।

২০০৮ সালে ভোপালের আদালতের রায়ে তার দশবছরের সাজা হয়। কুরেশি জানিয়েছেন, তিনি তাঁর খুড়তুতো বোনের প্রেমে পড়েছিলেন। বৈধ ভিসা নিয়েই সে ভারতে আসে। তবে ভিসার মেয়াদের পরও থেকে যায়। ভিসা করিয়ে দেবে বললেও শ্বশুরবাড়ির লোকেরা তা করেনি। তারপর পাকিস্তানি চর হিসেবে তাকে থাকতে হয়েছে জেলে। হিসেবমতো জানুয়ারিতেই তার মেয়াদ ফুরোলেও ছাড়া পায়নি সে। ভোপাল জেল থেকে ছাড়া হলেও তাকে রাখা হয় শাহজেহানাবাদ থানায়। ২৬ ডিসেম্বর ওয়াগা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফিরে যাবে সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*