রোজদিন ডেস্ক :-
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনে এখনো স্থিতি পায়নি। নবরাত্রি উপলক্ষে দুর্গা পূজা পালন করতে হিন্দুদের বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে মা দুর্গার প্রতিমা ভাঙচুর করা হয়েছে, যা বাংলাদেশের বর্তমান সরকার এবং মুসলিম সংগঠনের কড়া নিষেধাজ্ঞার ফলাফল।
এতদিন চলেছে হিন্দুদের ওপর শারীরিক নির্যাতন , তারপর ভারতকে বন্যার জন্য দায়ী করেছে, এবং এখন দুর্গা পূজা উদযাপন করতে বাধা সৃষ্টি করছে। সরকারের যুক্তি হলো, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং হামলার আশঙ্কা রয়েছে, তাই পূজার অনুমতি দেওয়া হচ্ছে না। যেসব কমিটি পূজার অনুমতি পেয়েছে, তাদেরকে নামাজের সময় পূজা বন্ধ রাখতে এবং কোনো ধরনের সঙ্গীত বাজাতে নিষেধ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে মা দুর্গার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। বিশেষ করে, কিশোরগঞ্জের বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় নতুন প্রতিমা ভাঙা হয়েছে। একইভাবে, কুমিল্লার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও দানপাত্র লুটপাটের খবর এসেছে। নারায়ণগঞ্জের মীরাপাড়ায় দুদিন আগে একটি মন্দিরে আক্রমণ চালিয়েছে।
এছাড়া জানা গেছে যে সমস্ত পুজো কমিটি দূর্গা পূজা করতে চাইবেন তারা ৫ লক্ষ টাকা করে ‘জোজিয়া কর’ দিলে তবে পুজোর অনুমতি পাবেন। এই কারণে অনেক পুজো কমিটি এই বছর দুর্গোৎসব না করার সিদ্ধান্ত নিয়েছেন।
Be the first to comment