
রোজদিন ডেস্ক, কলকাতা:- ব্রাজিলের অন্যতম ব্যস্ত শহর সাও পাওলোয় ভয়াবহ দুর্ঘটনা। পশ্চিম সাও পাওলোর এক জনবহুল রাস্তায় বাসের ওপর আকাশে ভেঙে পড়ল ছোট্ট একটি বিমান। ভাগ্যক্রমে বাসটি যাত্রীদের নামিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল।পাইলট সহ ভেঙে পড়া বিমানটির সবাই মারা গিয়েছেন। বিমানটিতে সাতজনের বসার জায়গা চিল। তবে ঠিক কতজন তাতে সফর করছথিলেন তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
তবে বাসটিতে আগুন লেগে পুরোপুরি ক্ষতিগ্রস্থ হলেও কেউ আহত হননি। মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক সমস্যা ধরার পড়ার পর পাইলট এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য একটি বিমানবন্দরে বিমানটি নামাচ্ছিলেন। কিন্তু বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে আভিন্দা মার্কোস দে সাও ভিসেনটির রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বাসের ওপর ভেঙে পড়ে।
Be the first to comment