
রোজদিন ডেস্ক, কলকাতা:- আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।রাজনীতির পর এবার দিলীপ ঘোষকে সংসার ধর্ম পালন করতে দেখা যাবে। তাঁর সহধর্মিণী হতে চলেছেন রিঙ্কু মজুমদার। ছেলের বিয়ের খবরে খুশি হয়েছেন মা পুষ্পলতা। কারণ আজ, শুক্রবার দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতেই চার হাত এক হবে। আর এই বিয়ে নিয়েই অবশেষে শুক্রবার সকালে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘এই জীবনে সব করেছি। শুধু একটা কাজই বাকি ছিল।’ অর্থাৎ বিয়েটা করে ফেললেই জীবনের সমস্ত কাজের বৃত্ত চূড়ান্ত রূপ নেবে। মায়ের জন্যই অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দিলেন দিলীপ। আদরের ‘নাড়ু’কে নিয়ে এই চিন্তাই করতেন মা পুষ্পলতা। তবে আর চিন্তা করার কিছু নেই। ছেলের আজই হতে চলেছে বিয়ে। প্রেমিকা রিঙ্কু মজুমদারের সঙ্গে আইনি পথে বিয়ে সারছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি। তাই দিলীপ ঘোষের বক্তব্য, ‘এই জীবনে সব করেছি। শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবর বিয়ে করার কথা বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।’
সংসার জীবনের প্রভাব রাজনীতিতে পড়বে কি জানতে চাওয়ায় দিলীপের জবাব, ‘কোনও প্রভাব পড়বে না। রাজনীতি চলবে আগের মতোই। এখন শুধু জীবনে একটা নতুন অধ্যায় যোগ হচ্ছে। সমস্যা হওয়ার কোনও কারণই নেই।’
Be the first to comment