
রোজদিন ডেক্স: কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে ভাতা বৃদ্ধি থেকে অবসরকালীন ভাতা চালুর আর্জি শাসক-বিরোধী কাউন্সিলরদের।
সোমবার বাজেট অধিবেশনের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ১৩ নম্বর বরোর চেয়ারম্যান রত্না শূর এই আর্জি জানিয়ে তিনি বলেন, ‘খরচ বেড়েছে। অনেক কাউন্সিলারের নিজস্ব ওয়ার্ড অফিস নেই। বিদ্যুৎ খরচ হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে মাত্র ১০,০০০ টাকায় কিছু হয় না। এটাকে ১৫,০০০ টাকা করা হোক।’ তাঁর আর্জি জানিয়ে টেবিল চাপড়ে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের কাউন্সিলররা এই দাবিকে সমর্থন জানিয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিতও এই ভাতা ২৫,০০০ টাকা করার দাবি জানিয়েছিলেন। এরপর মঙ্গলবার আর এক ধাপ এগিয়ে বাম কাউন্সিলর মধুছন্দা দেব অবসরকালীন ভাতা চালুর আর্জি করেন। এদিন তিনি বলেন, “আমার বন্ধু রত্নার বক্তব্যকে সমর্থন জানাচ্ছি। ভাতা বাড়ানো হলে খুব ভালো হয়। কিন্তু আমাদেরও তো বয়স হয়েছে। ভবিষ্যতে অনেকেই কাউন্সিলর থাকবেন না। তাই পেনশন চালু করা হলে ভালো হয়”।
উল্লেখ্য, বাম আমলে কাউন্সিলররা সাম্মানিক ভাতা পেতেন ৩,৫০০ টাকা। পরবর্তীকালে প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময় ২০০৫ সালে সেই ভাতা বেড়ে হয় ৫,০০০ টাকা। এরপর তৃণমূল ক্ষমতায় আসার পর বর্তমান মেয়র ফিরাদ হাকিমের সময় ২০১৮ সালে সেই ভাতা বেড়ে দাঁড়ায় ১০,০০০ টাকা। ৭ বছর পর আবারও ভাতা বাড়ানোর আর্জি জানালেন শাসক-বিরোধী কাউন্সিলররা।
যদিও এদিন মেয়র জানান, ‘আগে মানুষকে পরিসেবা দিই, তারপর আমরা আমাদের কথা ভাববো।’
Be the first to comment