
রোজদিন ডেস্ক, কলকাতা :- কঙ্গোতে গৃহযুদ্ধের পরিস্থিতি। গত সপ্তাহে কঙ্গোর গোমা শহরের দখল করে নেয় বিদ্রোহীরা। তারপরই কঙ্গোর গোমার একটি জেল থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটে। কয়েকশো মহিলা কয়েদিকে ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যাও করা হয়। কয়েক হাজার পুরুষ কয়েদি পালিয়ে যায়। ওদিকে ওই গোমা জেলের মধ্যেই কয়েকশো মহিলা কয়েদিকে ধর্ষণ করে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ সামেন আসে।
জানা গিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী গোমা শহরে প্রবেশ করলেই, গোটা শহরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই সময়ে গোমার মুনজিন জেল থেকে প্রচুর কয়েদি পালিয়ে যায়। জেলের মহিলা ওয়ার্ডেও সেই সময়ে কয়েকশো কয়েদি ছিলেন। অভিযোগ, তাদের প্রত্যেককে ধর্ষণ করা হয়। তারপর ওই মহিলা ওয়ার্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে প্রত্যেক মহিলা কয়েদি পুড়ে মারা যায়।
কঙ্গোর গৃহযুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলায় সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী এখনও পর্যন্ত তদন্তের জন্য জেলের ভিতর প্রবেশ করতে পারেনি। মহিলা কয়েদিদের ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
Be the first to comment