চলতি অর্থবর্ষে কলকাতা পুরসভার বাজেটে ঘাটতির পরিমাণ বাড়ল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চলতি অর্থবর্ষে কলকাতা পুরসভার বাজেটে ঘাটতির পরিমাণ বাড়ল। গত বছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়ালো ২কোটি ৭২ লক্ষ টাকা।

বৃহস্পতিবার কলকাতা পুরসভা ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। গতবারের তুলনায় ১১২কোটি ঘাটতিকে ছাপিয়ে গিয়ে ১১৪.৭২ কোটি টাকা গিয়ে দাড়াল এবারের বাজেট। আনুমানিক ২.৭২ কোটি টাকা বাড়তি ঘাটতি দেখা গেল এবারের কলকাতা পুরসভার বাজেটে।
২০২৪-২৫ অর্থ বর্ষে সংশোধিত আয় ছিল ৪০০৮.৬৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তুলনামূলক ভাবে আয় ৫৫২৪.৮৪ কোটি টাকা হয়েছে। একইভাবে ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৬৫৭.১৪কোটি টাকা থাকল। এবারের বাজেটে ব্যয় ৫৬৩৯.৫৬কোটি টাকা। কলকাতা পুর সভার বাজেট প্রস্তাবে মেয়র ফিরহাদ হাকিম আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষে আয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা। যেখানে ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখা হল ৫৬৩৯.৫৬ কোটি টাকা।
অন্যদিকে সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে বলে দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। গতবারের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষের ৮ ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর থেকে সংগ্রহীত আয় হয় ৯৪৪ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ ছিল ১২১০ কোটি টাকা। আর বর্তমান ২০২৫-২৬ অর্থবর্ষে দাড়িয়ে সম্পত্তি কর সংগ্রহের পরিমাণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ১৫৮১.৩৩ কোটি টাকা। উল্লেখ্য, গতবারের তুলনায় বর্তমান অর্থবর্ষের ঘাটতির পরিমাণ ১১৪.৭২কোটি টাকা পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। আনুমানিক ঘাটতি গতবছরের তুলনায় বেড়ে দাড়াল ২.৭২কোটি টাকা। আসন্ন অর্থবর্ষে ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা হল ৮০ কোটি টাকা। একই ভাবে কার পার্কিং খাতে কোষাগারে আদায়ের লক্ষ্যমাত্রা ২১কোটি টাকা রাখা হয়েছে। গতবারের বাজেটে কার পার্কিং থেকে কোষাগারে আয়ের পরিমান ছিল ১৩.৪৬কোটি টাকা। অর্থাৎ কার পার্কিং থেকে আয় বেড়েছে ৭.৫৪কোটি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিল্ডিং সংশান প্ল্যানের ক্ষেত্রে সরলীকরণ করে এবারের বাজেট প্রস্তাবে ২ থেকে ৩ কাঠা জমিতে বাড়ি নির্মাণ করার জন্য অনুমোদন ফির ৫০ শতাংশ কমিয়ে আনা হল।
এছাড়াও গতবারের কাউন্সিলরদের জন্য বরাদ্দ উন্নয়ন খাতায় পরিমাণ বৃদ্ধি করে ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা করা হয়। সেই ফান্ডের ক্ষেত্রে অতিরিক্ত বৃদ্ধি না করে সমান ভাবেই রেখে দেওয়া হল।
বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম দিন আগামী মঙ্গলবার ২৪ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করলেন চেয়ারপারসন মালা রায়। কলকাতার সামগ্রিক উন্নয়নে পুরসভার বাজেট বরাদ্দ পানীয় জল সরবরাহ নিকাশি ৮০,৮৩৭.৭০ লাখ টাকা, রাস্তা ও সড়ক খাতে ৩২,৫০২.০০ লাখ টাকা, বস্তি পরিষেবা ২৪,৯০৯.১০ লাখ টাকা, বাণিজ্যিক প্রকল্পে ৩৮ লাখ টাকা, জঞ্জাল সাফাই ৭৩,৯১৬ লাখ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*