মহারাষ্ট্রে বিজেপি জোটের ইস্তাহারেও ‘মমতার প্রকল্প’কে নকল, মহিলাদের মাসে ২১০০ টাকা ভাতা

Spread the love

রোজদিন ডেস্ক :-  পড়ুয়াদের  মাসে ১০০০০ টাকা, যুবদের জন্য ২৫ লক্ষ চাকরি। মহারাষ্ট্রের ইস্তেহারে বিরাট প্রতিশ্রুতি বিজেপির। রবিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্তেহারে কৃষক, নারী ও যুবকদের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। রেজোলিউশন লেটার প্রকাশ করে অমিত শাহ বলেছিলেন যে এটি মহারাষ্ট্রের আকাঙ্খার রেজোলিউশন লেটার। এর মধ্যে রয়েছে কৃষকদের প্রতি সম্মান এবং গরিবদের কল্যাণ। এর মধ্যেই নিহিত রয়েছে নারীর আত্মসম্মান।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য মহাজুটি ইস্তেহার ‘সংকল্প পত্র’ প্রকাশ করলেন বিজেপির অমিত শাহ।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, মুম্বই বিজেপির প্রধান আশিস শেলার, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এবং জোটের অন্তর্গত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। ফড়নবীস বলেন, এটি মহারাষ্ট্রের সার্বিক উন্নয়ন সংক্রান্ত একটি প্রস্তাব। রেজোলিউশন লেটার হল উন্নততর মহারাষ্ট্রের রোডম্যাপ। কৃষকদের ঋণ মকুব করা হবে। মহারাষ্ট্রের ২৫ লক্ষ যুবককে কাজ দেওয়া হবে।
অমিত শাহ বলেন, নিজেদের পকেট ভরানোই টার্গেট বিরোধী জোটের নেতাদের। ২০১৯-এ জনগণ মহায়ুতিকেই জয়ী করেছিল। ক্ষমতার লোভে মানুষের রায়কে অপমান করা হয়েছে। যখনই আমাদের সরকার গঠিত হয়েছে, তখন থেকে আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করেছি। কেউ বিশ্বাস করেনি যে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো হবে। কেউ বিশ্বাস করেনি যে দেশে সিএএ আসবে। এদেশে ইউসিসি চালু হবে, তাও কেউ বিশ্বাস করেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম এআই বিশ্ববিদ্যালয় তৈরি হবে মহারাষ্ট্রে। পাঁচ বছরে ২৫ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। মহিলাদের জন্য প্রতি মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বার্ধক্য ভাতা মাসে ১৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সয়াবিন চাষীদের জন্য অনেক বড় পরিকল্পনা নেওয়া হবে। মহারাষ্ট্রের সরকার কৃষকদের ঋণ মকুব করবে। ধর্মান্তর বন্ধ করতে কঠোর আইন আনা হবে মহারাষ্ট্রে। শরদ পাওয়ারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবতা থেকে বহু কিলোমিটার দূরে। শরদ পাওয়ার ইউপিএ-তে মন্ত্রী ছিলেন, মহারাষ্ট্রের উন্নয়নে তিনি কী করেছেন?
মূল প্রতিশ্রুতি
কৃষকদের ঋণ মকুব করা হবে
যুবদের জন্য ২৫ লক্ষ চাকরি
শিক্ষার্থীদের প্রতি মাসে ১০০০০ টাকা
মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে
বার্ধক্য ভাতা মাসে ২১০০ টাকা
তরুণদের জন্য স্কিল সেন্টার খুলবে
কৃষকদের জন্য ভাবন্তর যোজনা
এসসি/এসটি/ওবিসিদের সুদ ছাড়াই ১৫ লক্ষ টাকা ঋণ
৫০ লক্ষ লাখপতি দিদি বানানোর পরিকল্পনা
সয়াবিনের জন্য ৬০০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্য
বিনামূল্যে রেশন প্রকল্প বৃদ্ধি
বিদ্যুৎ বিলে ৩০ শতাংশ ছাড়
২৫০০০ মহিলা পুলিশ কর্মী নিয়োগ
আশা কর্মীদের প্রতি মাসে ১৫০০০ টাকা
৪৫ হাজার গ্রামে সড়ক যোগাযোগ ব্যবস্থা
কৃষক সম্মান প্রতি মাসে ১৫০০ টাকা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*