
রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালে কেঁপে উঠলো দিল্লি সহ উত্তর ভারত। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলি সহ উত্তর ভারতে। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ ৪ মাত্রার ভূমিকম্প হয়।ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই ছিল। ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।জানা গিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়, তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভোরবেলাই বহু মানুষ ভয়ে-আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
EQ of M: 4.0, On: 17/02/2025 05:36:55 IST, Lat: 28.59 N, Long: 77.16 E, Depth: 5 Km, Location: New Delhi, Delhi.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/yG6inf3UnK— National Center for Seismology (@NCS_Earthquake) February 17, 2025
Be the first to comment