
রোজদিন ডেস্ক, কলকাতা:- ইভটিজিং নয়, রেষারেষির কারণেই দুর্ঘটনা! পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় তরুণীর মৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, এই ঘটনায় তাঁদের কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে ইভটিজিংয়ের কোনও উল্লেখ নেই।
প্রসঙ্গত, এই ঘটনার পর মৃত তরূণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক দাবি করেছিলেন যে, কয়েকজন মদ্যপ যুবক তাঁদের গাড়ির পিছনে ধাওয়া করে কটুক্তি করেছিল। তাঁরা গাড়িতে একাধিকবার ধাক্কা মেরেছিল বলেও জানিয়েছিল সুতন্দ্রার গাড়ির চালক। একই দাবি করেছিলেন সুতন্দ্রার সহকর্মীরাও।
তবে সাংবাদিক বৈঠকে এসে পুলিশের তরফে জানান হয় যে, অভিযোগকারীরা কোনও ইভটিজিংয়ের অভিযোগ জানায়নি। দুটি গাড়ির মধ্যে তরুণীর গাড়িটি ছিল পেছনে। জাতীয় সড়ক দিয়ে না গিয়ে সরু গলিতে ঢোকাতে গিয়েই উলটে যায় গাড়িটি। গাড়ির সকল যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Be the first to comment