ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা, মঙ্গলবার সাত সকালে লাইনচ্যুত একটি মালগাড়ি..

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। আবার দুর্ঘটনাস্থল ময়নাগুড়ি। মঙ্গলবার সাতসকালে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। ছয়টি বগি লাইনচ্যুত হবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা যায় এদিন সকালে একটি খালি মালগাড়ি ধূপগুড়ির দিক থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছাকাছি মালগাড়িটির মাঝামাঝি স্থানের বগিগুলো আলাদা হয়ে যায়। ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হবার পরে দুই নম্বর রেললাইন ও এক নম্বর রেললাইনে ট্রেনের যন্ত্রপাতি ছড়িয়ে যায়। এক নম্বর লাইনে জলের পাইপ ভেঙে যায়।
যাত্রী নিরাপত্তা চুলোয়। দেশজুড়ে একের পর এক দুর্ঘটনায় কার্যত ‘মরণযানে’ পরিণত হয়েছে ভারতীয় রেল। তবে হুঁশ ফেলেনি কর্তৃপক্ষের। এবার অসম থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়িতে লাইনচ্যুত হল মালগাড়ির ৫টি কামরা। ট্রেনটি মালগাড়ি হওয়ার কারণে প্রাণহানির ঘটনা না ঘটলেও একের পর এক দুর্ঘটনায় বার বার প্রশ্ন উঠছে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*