
রোজদিন ডেক্স: ঘোষণা করেছিলেন আগেই। এবার তাতেই পাকাপাকি শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন তিনি। তার আগের দিন, অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হবে বিশেষ যজ্ঞ। এদিন মন্দিরের জন্য ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়।
দীঘায় সমুদ্র সৈকতের সৌন্দর্যের সঙ্গে এবার বাড়তি আকর্ষণ হিসেবে হাজির জগন্নাথ মন্দির। প্রতি বছর বাংলার বহু মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। এবার থেকে দিঘাতেই সমুদ্রস্নানের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন লাভ করতে পারবেন ভক্তরা।
মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্টি গঠন করা হয়েছে। এদিন ক্যাবিনেটের বৈঠকে ওই ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়টি পাশও করানো হয়। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিবের নেতৃত্ব মোট ১১জন অফিসার, ইসকন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথদেবের মন্দির, রামকৃষ্ণ মিশনের একজন করে প্রতিনিধি-সহ মোট ২৭ জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হল। আগামী পরশু মন্দিরের বিষয়ে ট্রাস্টি বোর্ড বৈঠক করবে। সেখানে মন্দিরের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। জগন্নাথ ধামের জমি এবং বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত ট্রাস্ট নেবে।
মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের উদ্বোধন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ট্রাস্টি বোর্ডের বৈঠকে চূড়ান্ত হবে। তাঁর কথায়, “আমি অযথা হাইপ তুলতে চাই না। আমার যতটুকু ক্ষমতা, তার মধ্যে থেকেই আমি কাজ করতে চাই।” মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রতি বছর দিঘায় লক্ষ লক্ষ মানুষ বেড়াতে যান। এবার এই জগন্নাথ মন্দির দিঘার পর্যটন ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। ধর্মীয় বিশ্বাস ও সমুদ্রস্নানের টানে পর্যটনের নয়া গন্তব্য হয়ে উঠতে চলেছে দিঘা।
Be the first to comment