আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রের এমন ঘোষণায় ৩ কোটি মানুষ আর্থিক ভাবে উপকৃত হবেন ৷ এ দিন বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানালেন, ১ কোটির বেশি মানুষ নোটবন্দির পর কর দিয়েছেন ৷ তাই করদাতাদের ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী জানান, ৮০সি ধারাতেও করছাড় দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো অর্থাত্ পিএফ ও হোম লোনে আয়করে ছাড় সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৷ একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে ৷
বর্তমানে ৬০ বছরের কম বয়সী নাগরিকদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত ৷ আড়াই লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয়কর দিতে হয় ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই স্তরে করছাড় রয়েছে ৷ ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ আয়কর ৷ ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের কর নেই ৷ ৬০ বছরের নীচের বয়সি নাগরিকদের আয় যদি ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হয়, তা হলে ২০ শতাংশ আয়কর ৷ এই স্তরে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদেরও ২০ শতাংশ আয়কর ৷ ১০ লক্ষের বেশি বার্ষিক আয়ে আয়কর ৩০ শতাংশ ৷
অন্যদিকে বাড়িভাড়াতেও কর ছাড়। কারও যদি দুটি ভাড়া বাড়ি থাকে, তা হলে তিনি দুটিতেই করছাড় পাবেন ৷ ২ কোটির স্থাবর সম্পত্তিতেও করছাড়ের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ মহিলাদের ক্ষেত্রে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণে সুদ দিতে হবে না ৷
Be the first to comment