দ্বিতীয়বার বিপুল জনসমর্থনে ক্ষমতায় ফেরার পর শুক্রবার প্রথম বাজেট পেশ করলো কেন্দ্রের বিজেপি সরকার ৷ নাম বদলালো কেন্দ্রীয় বাজেটের। নতুন নাম হলো ‘দেশ কা বহিখাতা’। ৫৯ বছর পর ইতিহাসের মুখোমুখি এক মহিলা সংসদ ৷ ইন্দিরা গান্ধীর পর বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি ৭২ বছরের পুরনো প্রথার অবসান ঘটিয়ে সাবেকি বাজেট ব্রিফকেসের বদলে বাজেট পেপার আনলেন লাল শালু মুড়ে ৷
শুক্রবারের বাজেটে সীতারমন মূলত জোর দিলেন বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির দিকেই ৷ যার ফলস্বরূপ, ২০২০ সালে ভারতকে ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনোর লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ এদিনের বাজেটে করদাতাদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ তিনি জানান, ৫ লক্ষ টাকার নীচে কারোর আয় হলে তাকে কোনও কর দিতে হবে না ৷
এছাড়া ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদে সাড়ে তিন লক্ষ টাকা ছাড়ের ঘোষণা করেন অর্থমন্ত্রী। আগে এই ছাড়ের পরিমাণ ছিল ২ লক্ষ টাকা। বাজেটে কর্পোরেট সেক্টরের জন্য সুবিধা। ৪০০ কোটি পর্যন্ত বার্ষিক আয়ে ২৫% কর। আগে এই সীমা ছিল ২৫০ কোটি টাকা। প্যান ছাড়াও আধার দিয়েও আয়কর রিটার্ন দেওয়া যাবে বলে জানিয়ে দিলেন সীতারমণ।
Be the first to comment