সোমবার আম আদমি পার্টিকে ৩০.৬৭ কোটি টাকার আয়কর নোটিস পাঠাল আয়কর দফতর। দলের সমস্ত কর সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পরই আয়কর দফতর এই নোটিস পাঠায়। এক আয়কর আধিকারিক জানিয়েছেন, প্রায় ১৩.১৬ কোটি টাকা আয়ের কোনও হিসাব দেখায়নি আপ। আয়কর দফতরের হিসেব অনুযায়ী, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবর্ষে আম আদমি পার্টির মোট আয় ছিল ৬৮.৪৪ কোটি টাকা। নোটিসে আরও বলা হয়েছে, অন্তত ৪৬১ জন অনুদানকারী সম্পর্কিত কোনও তথ্য রেকর্ড করেনি দল। আয়করের অভিযোগ, ওই অনুদানকারীদের মোট দেওয়া অর্থের পরিমাণ ৬.২৬ কোটি। প্রত্যেকেই ২০ হাজার টাকার বেশি অনুদান দিয়েছেন।
অন্যদিকে, আয়কর দফতরের পাঠানো নোটিসকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন কেজরীওয়াল। এদিন ট্যুইটে তিনি লেখেন, ভারতের ইতিহাসে একটি রাজনৈতিক দলকে দেওয়া সব অনুদান বেআইনি বলে ঘোষণা করা হলো। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।
Be the first to comment