D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করা উচ্চপ্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতনবৃদ্ধি চালু হলো ৷ বুধবার একটি বিজ্ঞপ্তি জারি এই ঘোষণা করে স্কুল শিক্ষা দফতর। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে প্রশিক্ষণ বাধ্যতামূলক। তা না থাকলে চারবার বার্ষিক বেতনবৃদ্ধির পর তা বন্ধ হয়ে যায়। তাই রাজ্যের প্রশিক্ষণহীন সকল শিক্ষক-শিক্ষিকাকে B.Ed অথবা D.El.Ed কোর্স করতে হয়। উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের করতে হয় D.El.Ed কোর্স।
স্কুল শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে সব জেলার জেলা পরিদর্শককে পাঠানো নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকা যাঁরা ২ বছরের D.El.Ed কোর্স করেছেন, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের ৮ ডিসেম্বরের সরকারি নির্দেশিকার শর্তাবলী অনুযায়ী অপ্রশিক্ষিত মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পরিবর্তিত বেতন কাঠামোয় ৷ তবে কাজে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে রেগুলার, অনলাইন বা ডিসট্যান্স মোডে NCTE স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ নিতে হবে ৷ এরপর ২০১০ সালে NCTE নির্দেশ দেয়, উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা হওয়ার জন্য দু’বছরের D.El.Ed কোর্স করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী, ২০১৭ সালে অপ্রশিক্ষিত উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের অনলাইন D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় স্কুল শিক্ষা দফতর ৷
বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা দু’বছরের D.El.Ed কোর্স সম্পূর্ণ করেছেন ও উচ্চপ্রাথমিক স্তরে পড়ান, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য হবেন ৷ এবিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, অবশেষে বহু আন্দোলনের পর D.El.Ed কোর্স করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দফতর। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বারবার D.El Ed সমস্যা উত্থাপন করে সমাধানের আর্জি জানিয়েছিলাম। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি, অনার্স বা PG ক্যাটেগরির যে শিক্ষক-শিক্ষিকারা D.El.Ed করতে বাধ্য হয়েছেন, তাঁদেরও ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে।
Be the first to comment