ক্রিকেট বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত পাকিস্তান, টসে জিতে ফিল্ডিং পাকিস্তানের
ম্যাঞ্চেস্টারের ক্রিকেটের রণক্ষেত্রে আজ মুখোমুখি ভারত পাকিস্তান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারতীয় দলে ক্রিকেট দলে শিখর ধাওয়ানের জায়গায় দলে ঢুকেছেন বিজয় শঙ্কর। বাকি কোনো পরিবর্তন হয়নি।
আজ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, “আমরা এই আবহাওয়া কাজে লাগানোর চেষ্টা করব। পাক দলে দুটি পরিবর্তন করা হয়েছে। আসিফ আলি ও শাহিন আফ্রিদির জায়গায় দলে এসেছেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান।” ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, “আমিও টসে জিতলে বল নিতাম। এই আবহাওয়া বল করার পক্ষে উপযুক্ত। কিন্তু উইকেট দেখে ভালো লাগছে। আমরা ভালো ব্যাট করে বড় রান তুলতে পারলে বিপক্ষকে চাপে ফেলতে পারি। এই ধরণের ম্যাচে আগে থেকে কিছু বোঝা যায় না। আমরা একটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। শখরের বদলে দলে এসেছে বিজয় শঙ্কর। ও খুব ভালো ব্যাটসম্যান, দুর্দান্ত ফিল্ডার আর ওর কাছে থেকে কয়েক ওভার বলও করিয়ে নিতে পারব।”
Be the first to comment