দেশের স্বাধীনতা দিবস ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রাখল। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, আরও নেতা-নেত্রীরা ৷
দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমার শুভেচ্ছা ৷ দেশের সেনা বাহিনী, প্রবাসী ভারতীয়, যাঁরা মাতৃভূমিকে গর্বিত করেছেন তাঁদেরও ৷
লালকেল্লায় দেশের পতাকা উত্তোলনের আগে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, স্বাধীনতা দিবসে দেশবাীকে হার্দিক শুভকামনা জানাই ৷ জয় হিন্দ!
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি একটি বিবৃতিতে জানান, স্বতন্ত্রতার ৭৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আপনাদের সবাইয়ের জন্য শুভকামনা রইল ৷ এই বিবৃতিতে তিনি মোদি সরকারের সমালোচনা করে লেখেন, বিগত ৭৫ বছরে আমরা যা কিছু অর্জন করেছি, আজ আত্মমুগ্ধ সরকার স্বাধীনতার সংগ্রামীদের মহান বলিদান এবং দেশের গৌরবশালী উপলব্ধিকে তুচ্ছ করতে উঠেপড়ে লেগেছে ৷
৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল ৷ স্বাধীনতার আসল তাৎপর্য কী, তার জন্য ভারতের এবার জাগ্রত হওয়া উচিত ৷ আমাদের পূর্বপুরুষরা যা দেখেছিলেন, তার প্রতি সৎ থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্খাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে৷ আমার সকল সহ-নাগরিকদের হার্দিক শুভেচ্ছা৷ জয় হিন্দ !
কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধি একটি টুইট পোস্ট করে লেখেন, “ভারতের প্রতি, আমাদের ভালোবাসার মাতৃভূমি, যা প্রাচীন, চিরন্তন এবং সদা-নতুন দেশকে আমাদের শ্রদ্ধা জানাই৷ তাঁর সেবায় সবসময় নিয়োজিত আমরা৷ শুভ স্বাধীনতা দিবস ! জয় হিন্দ ৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন, আমার সহ-নাগরিকদের শুভ স্বাধীনতা দিবস ৷ জয় হিন্দ, বন্দে মাতরম ৷
Be the first to comment