প্রথম একাদশে বড়সড় রদবদল করেও পরিচিত ছবিটাকে বদলাতে পারল না দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম দু’টি টেস্টের মতো রাঁচিতেও প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে প্রোটিয়ারা৷ ফলে দ্বিতীয় দিনের শেষেই তৃতীয় টেস্টের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় টিম ইন্ডিয়া ৷
জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করা ভারত প্রথম দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ২২৪ রান করে ৷ দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ভারত ৯ উইকেটে ৪৯৭ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৷ জবাবে ব্যাট করতে নেমে মন্দ আলোয় দিনের মতো খেলা বন্ধ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৯ রান তুলেছে ৷
গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে নিজেদের ইনিংসে আরও দীর্ঘায়িত করেন৷ রাহানে প্রথম দিনের শেষে ব্যক্তিগত ৮৩ রানে নটআউট ছিলেন ৷ তার পর থেকে ব্যাট করে অজিঙ্কা ১১৫ রানে আউট হন ৷ ১৯২ বলের ইনিংসে তিনি ১৭টি চার ও ১টি ছক্কা মারেন৷ এটি তাঁর টেস্ট কেরিয়ারের একাদশতম শতরান।রোহিত শর্মা নিজের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে বদলে নেন ৷ গত দিনের ১১৭ রানের পর থেকে খেলা শুরু করে হিটম্যান থামেন ২১২ রানে ৷ এটি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম দ্বি-শতরান ৷ ২৫৫ বলের ইনিংসে রোহিত ২৮টি চার ও ৬টি ছক্কা মারেন ৷
এছাড়া রবীন্দ্র জাদেজা ৫১, ঋদ্ধিমান সাহা ২৪, রবিচন্দ্রন অশ্বিন ১৪ ও উমেশ যাদব ৩১ রান করে আউট হন ৷ উমেশ ১০ বলের ঝোড়ো ইনিংসে ৫টি ছক্কা মারেন ৷ শাহবাজ নদিন ১ ও মহম্মদ শামি ১০ রান করে অপরাজিত থাকেন ৷ অভিষেককারী জর্জ লিন্ডে ৪টি ও কাগিসো রাবাদা ৩টি উইকেট নেন ৷ ১টি করে উইকেট নিয়েছেন নর্ৎজে ও ডেন পিয়েডট ৷
পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮ রানের মধ্যে দুই ওপেনার ডিন এলগার ও কুইন্টন ডি’ককের উইকেট হারিয়ে বসে ৷ এলগার খাতা খোলার আগেই মহম্মদ শামির বলে ঋদ্ধিমান সাহার হাতে ধরা দেন ৷ ডি’কক ৪ রান করে উমেশ যাদবের বলে ঋদ্ধির দস্তানাতেই ধরা পড়েন ৷ দিনের শেষে ডু’প্লেসি ১ ও জুবাইর হামজা ০ রানে অপরাজিত রয়েছেন ৷
Be the first to comment