দীর্ঘ ৩১ বছর পর নিজের দেশেই ফলো- অনের মুখে অজিরা

India's Mohammed Shami (C) reacts after dismissing Australia's Usman Khawaja (L) on day four of the third test match between Australia and India at the MCG in Melbourne, Australia, December 29, 2018. AAP/Julian Smith/via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVE. AUSTRALIA OUT. NEW ZEALAND OUT.
Spread the love

৩১ বছর পর নিজের দেশেই ফলো-অনের মুখে পড়লো টিম অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে ফলো-অন এড়াতেই অস্ট্রেলিয়ার দরকার ছিল আরও ১৮৭ রান। সৌজন্যে কুলদিপ যাদবের পাঁচ উইকেট। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা হয়নি। প্রায় তিন ঘণ্টা পর খেলা শুরু হলে দিনের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। আগের দিন ধ্বংসাত্মক মুডে থাকা প্যাট কামিন্স আজ কোনো রান যোগ না করেই বোল্ড হন মোহাম্মদ শামির বলে। একাই লড়তে থাকা পিটার হ্যান্ডসকম্বও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। জসপ্রীত বুমরাহর বলে মারবেন না মারবেন না, এই ধন্দেই বোল্ড হন তিনিও।

তবে অস্ট্রেলিয়ার শেষ জুটি একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে জস হ্যাজলউড মিচেল স্টার্ককে দারুণ সঙ্গ দিয়েছে। এই জুটি তুলেছে ৪২ রান। হ্যাজলউডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন যাদব। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ৩০০ রানে।

দীর্ঘ ৩১ বছর পর ঘরের মাটিতে ফলো-অনে পড়ল অস্ট্রেলিয়া। শেষবার ১৯৮৮ সালে এই সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে ফলো-অন করতে হয়েছিল তাদের। আর যেকোনো মাঠে অস্ট্রেলিয়ার শেষবার ফলো-অনে পড়ার ঘটনা ২০০৫ সালে ট্রেন্টব্রিজে। সেবারও ইংল্যান্ড তাদের ফলো-অন করিয়েছিল।

শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও অঘটন না ঘটলে, হার এড়াতে পারলেও সিরিজটা খোয়াতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*