ইতিহাস রচনা করলেন কোহলি অ্যান্ড কোং, ম্যান অফ দ্য সিরিজ পূজারা

Spread the love

ইতিহাস রচনা করলো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো বিরাট বাহিনী। সিরিজ ২-১-এ জিতলেন বিরাট কোহলিরা। ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। এই সফরে ভারতকে ফেভারিট হিসেবে ধরেছিলেন বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ। সব বিভাগেই অস্ট্রেলিয়ার থেকে কোহলিদের এগিয়ে রেখেছিলেন। নির্বাসনে থাকার জন্য এই সিরিজে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। পুরো সিরিজে তাঁদের অভাব স্পষ্ট।

ভারতের এই সিরিজে বেশি রান করেছেন পূজারা। ৭ ইনিংসে ৫২১ রান করেছেন তিনি। প্রথম টেস্টে তাঁর সেঞ্চুরিই ভারতকে জয়ের স্বাদ দেয়। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ভারতকে হারায় ১৪৬ রানে। তৃতীয় টেস্টে ফের চেতেশ্বর পূজারার সেঞ্চুরি ও বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়ালের অর্ধ শতরানের উপর ভর করে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর ভারতীয় বোলারদের দাপটে টেস্টটি ১৩৭ রানে জেতে। আর চতুর্থ টেস্টে ভারত চালকের আসনে থাকলেও বৃষ্টির জন্য ম্যাচের ফয়সালা হয়নি। তবে ২-১ ফলে সিরিজ জিতে ইতিহাস তৈরি করলেন কোহলি অ্যান্ড কোং। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*