মেলবোর্নে ঐতিহাসিক জয় ভারতের ৷ অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে বিরাট জয় পেলেন কোহলিরা ৷ সেইসঙ্গে সিরিজে ২-১ এ এগিয়ে গিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি নিজেদের দখলেই রাখল ভারত ৷ নাছোড় বৃষ্টি বা প্যাট কামিন্সের অসাধারণ লড়াই কোনও কিছুই শেষ রক্ষা করতে পারল না অস্ট্রেলিয়ার ৷
শনিবার চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার ৮ উইকেট পরে যাওয়ার পরেই টিম পেইনদের ভবিষ্যত প্রায় স্পষ্ট হয়ে উঠেছিল ৷ কিন্তু সিঁদুরে মেঘ ছিল রবিবার ম্যাচের শেষ দিনে ৮৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ৷ আবহাওয়াবিদদের ভবিষ্যতবাণী ১০০ শতাংশ সফল করে রবিবার মেলবোর্নের সকালে শুরুও হয় বৃষ্টি ৷ বৃষ্টির দাপটে লাঞ্চ পর্যন্ত একটি বলও খেলা হয়নি ৷ কিন্তু তারপর আকাশ কিছুটা পরিষ্কার হতেই অজি-বধে নেমে পড়ে ভারতীয় পেস ব্যাটারি।
বুমরাহদের এই আক্রমণকে কেন বিশ্বের সেরা বলা হচ্ছে তা বোঝা গেল মাত্র দু’ওভার পরেই ৷ যখন বুমরাহর একটা অসাধারণ ডেলিভারিতে পূজারার হাতে খোঁচা দিয়ে ফিরতে বাধ্য হলেন প্যাট কামিন্স ৷ ১৯৮২-র সেই বর্ডার-থমসন জুটিকে মনে করিয়ে দিতে না পারলেও প্রায় বীরগাঁথা হয়ে থাকল কামিন্সের এই ইনিংস ৷ ৬৩ রানে কামিন্স আউট হতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার যাবতীয় প্রতিরোধ ৷ পরের ওভারেই আউট হয়ে ফিরে যান ন্যাথান লিয়ঁও ৷ দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্বভাবতই জসপ্রীত বুমরাহ।
এই জয়ের ফলে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে সৌরভের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি ৷ নতুন বছরে সিডনি টেস্ট জিতে অস্ট্রেলিয়ার মাটিতে সেই অপূর্ণ টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও কি ছুঁতে পারবেন কোহলিরা ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন ৷
আর এদিন জয়ের পর আনন্দিত হয়ে টুইট করে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment