৪ বল বাকি থাকতেই অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলো ভারত। এদিন সেঞ্চুরি করে ভারতকে জয়ের পথ দেখান বিরাট কোহলি। তবে কোহলি আউট হওয়ার পর শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় এনে দেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি অপরাজিত থাকেন ৫৫ রান করে। এদিন জিতে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। এদিকে আজকের শতরানের ফলে সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ১০ কদম দূরে রইলেন কোহলি।
মঙ্গলবার রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৪৭ রান যোগ করার পর ব্যাট হাতে মাঠে নেমে দলকে টানেন বিরাট। ব্যক্তিগত ১০৪ রানে রিচার্ডসনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন ভারত অধিনায়ক। তখনও ভারতের দরকার ছিল ৩৮ বলে ৫৭ রান। সেখান থেকে দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ম্যাচ জেতালেন ধোনি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে। মূলত শন মাশের্র দুরন্ত শতরানে ভর করে ভারতের সামনে জয়ের জন্য বিশাল রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। শন মার্শ ১৩১ রান করেন। ম্যাক্সওয়েল করেন ৪৮ রান। এদিকে ভারতের হয়ে ভুবনেশ্বর ৪ উইকেট ও মহম্মদ শামি নেন ৫৮ ৩ উইকেট। জাদেজা নিয়েছেন একটি উইকেট।
Be the first to comment