সোমবার ভারতের প্রয়োজন ছিল স্রেফ একটি ড্র ৷ তাহলেই এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবারের জন্য নক আউটে যাওয়ার সুযোগ ছিলো সুনীল ছেত্রীর দলএর কাছে ৷ কিন্তু শেষপর্যন্ত তা হলো না ৷ অধরাই থেকে গেলো সব স্বপ্ন ৷ শেষ মিনিটের পেনাল্টিতে গোল খেয়ে এবারের মতো থেমে গেলো এশিয়ান কাপের দৌড়। ০-১ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে গেল বাহরিন ৷ ৯১ মিনিটে রশিদের পেনাল্টি শট গুরপ্রীতকে পরাস্ত করে জালে ঢুকতেই সব আশা শেষ হয়ে যায় ভারতের ৷
প্রসঙ্গত, এদিন স্রেফ ড্র করলেই পরের রাউন্ডে চলে যেত মেন ইন ব্লু’রা ৷ এমনকী, হারলেও তৃতীয় দল হিসেবে নক আউটে যাওয়ার একটা ক্ষীণ আশা ছিল ৷ কিন্তু অপর ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে থাইল্যান্ড ১-১ গোলে ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়ায় চার ৷ গ্রুপ-‘এ’ থেকে তাই তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেলো ভারতের থাইল্যান্ডও ৷ অন্যদিকে ৩ ম্যাচ খেলে ভারতের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট ৷
Be the first to comment