বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে কোহলি অ্যান্ড কোং

Spread the love

রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরি ও জসপ্রীত বুমরাহর মার্জিত বোলিং; এই দুয়ের উপর ভর করে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলো ভারত ৷ মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশকে থামিয়ে দিল বিরাট বাহিনী ৷ ৩১৫ রান তাড়া করে ২৮৬ রানে থেমে গেল বাংলাদেশ ৷ এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল টিম ইন্ডিয়া ৷ বিরাটদের শেষ ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷

রবিবার এজবাস্টনেই ইংল্যান্ডের কাছে হার হজম করলেও এদিন বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দলকে জয় এনে দিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা ৷ ওপেনিং জুটিতে ১৮০ রান তোলেন দু’জনে ৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপ ৷ ২০০৭-এ বাংলাদেশের কাছে হেরে ক্যারিবিয়ান বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে ৷ এদিন মেন ইন ব্লু’র কাছে হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ ৷ ৮ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭ অর্থাৎ শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার তাদের আর কোনও সম্ভাবনা নেই তাদের ৷

এদিন রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম এবং মহম্মদ সইফুদ্দিন ও সাব্বির রহমানের হার না মানা জেদ এক সময় ভারত অধিনায়কের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল ৷ তবে শেষ পর্যন্ত বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত ৷ তবে বিশ্বকাপে দুরন্ত ফর্ম অব্যাহত শাকিবের ৷ এদিন ৭৪ বলে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন বাংলাদেশি অল-রাউন্ডার ৷ ৩৪তম ওভারে শাকিবকে তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান হার্দিক পান্ডিয়া ৷ তবে ড্রেসিংরুমে ফেরার আগে বিশ্বকাপে অনন্য নজির গড়েন শাকিব ৷ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে কোনও একটি বিশ্বকাপে ৫০০ বেশি রান এবং ১০টি উইকেট নিয়ে নজির গড়েন তিনি ৷

তবে শাকিব আউট হওয়ার পরও সইফুদ্দিন ও সাব্বিরের ব্যাটের উপর ভর করে ম্যাচে ফেরার লড়াই করে বাংলাদেশ ৷ সপ্তম উইকেটে ৬৬ রান যোগ করে বিরাটদের চিন্তায় ফেলে দেন সইফুদ্দিন ও সাব্বির ৷ কিন্তু ব্যক্তিগত ৩৬ রানে সাব্বিরকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান বুমরাহ ৷ এরপরও সফুইদ্দিনের মারকাটারি ইনিংসে জয়ের আশা দেখছিল বাংলাদেশ সমর্থকরা ৷ কিন্তু বুমরাহর ভয়ঙ্কর ইয়র্কার মোকাবিলা করার ক্ষমতা ছিল না বাংলাদেশি ব্যাটসম্যানদের ৷ সইফুদ্দিন শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকলেও ৪৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ভারতকে জয় এনে দেন বুমরাহ ৷ ১০ ওভারে ৫৫ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ৷ আর ১০ ওভারে ৬০ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন পান্ডিয়া ৷

রোহিত চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ ও ওয়ান ডে কেরিয়ারের ২৬ নম্বর সেঞ্চুরি পূর্ণ করে আউট হন ৷ ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯২ বলে ১০৪ রান করেন তিনি ৷ সেই সঙ্গে ডেভিড ওয়ার্নারকে টপকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষ উঠে আসেন তিনি ৷ বিশ্বকাপের ৮ ম্যাচে রোহিতের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৫৪৪ ৷ এদিন দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন রোহিত ৷

লোকেশ রাহুল ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৭৭ রান করেন। বিরাট কোহলি এই ম্যাচে ২৭ বলে ২৬ রান করে আউট হন ৷ ঋষভ পন্ত মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ৷ তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৪৮ রান করে ক্রিজ ছাড়েন ৷ দীনেশ কার্তিক ৯ বলে ৮ রান করেন। ধোনি ৩৩ বলে ৩৫ রান করে আউট হন ৷ বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৫৯ রানের বিনিময়ে একাই দখল করেন ৫টি উইকেট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*