৩৭০ ইস্যুতে এবার বাংলাদেশও পাশে পেলো ভারত, আরও কোণঠাসা পাকিস্তান

Spread the love

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানালো বাংলাদেশের বিদেশমন্ত্রক। পাশাপাশি বাংলাদেশের তরফে আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমস্ত নীতিগত বিষয়ে ভারতকে সমর্থন জানায় তারা। উন্নয়ন সব দেশের জন্য অগ্রাধিকার হওয়া উচিত। উল্লেখ্য, মঙ্গলবারই দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করতে বাংলাদেশ যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন। এই সফর প্রসঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশন টুইট করে, বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ সহযোগী। বাংলাদেশ উপমহাদেশে প্রতিবেশীদের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে এক স্তম্ভ। এর আগে ৭ অগাস্ট দু’দিনের সফরে ভারত এসেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান।

৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু করার। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতিও জারি করতে থাকে। তবে এই বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছিল সৌদি আরব ও শ্রীলঙ্কা। এরপরও ৩৭০ ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইস্যুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন। সেই বৈঠক হলেও, তাতে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয়। এমন কী নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের পক্ষে ছিল সেই বৈঠকে। এরই মাঝে বাংলাদেশের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বিবৃতির ফলে কাশ্মীর ইশুতে পাকিস্তান আরও কোণঠাসা হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*