প্রথম দিনের শেষে ভারতের রান তিন উইকেট হারিয়ে ১৭৪

Spread the love

প্রথম দিনের শেষে তিন উইকেটে ১৭৪ রান তুললো ভারত ৷ ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন কোহলি (৫৯) ও ভাইস-ক্যাপ্টন রাহান (২৩) ৷ বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে কোহলি অ্যান্ড কোং ৷ প্রথম ইনিংসে ১০৬ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ ৷ চতুর্থ উইকেটে রাহানে ও বিরাটের অবিভক্ত জুটি ৩৭ রান যোগ করে ৷

বিরাটের সঙ্গে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে ৷ টেস্ট কেরিয়ারে এদিন ২৩ তম হাফ-সেঞ্চুরি ক্যাপ্টেন কোহলি ৷ এর আগে ক্যাপ্টেন হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রানের মাইলস্টোন টপকেছেন বিরাট ৷ তবে এবাদত হোসেনের বলে ব্যক্তিগত ৫৫ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ তৃতীয় উইকেটে ৯৪ রান যোগ করে পুজারা-বিরাট জুটি ৷

ক্যাপ্টেন হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের গণ্ডি টপকালেন বিরাট কোহলি ৷ ব্যক্তিগত ৩২ রানে পৌঁছতেই অধিনায়ক হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট ৷ পাশাপাশি এদিন ব্যক্তিগত ১৫ রানে পৌঁছে প্রথমশ্রেণির ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন পূজারা ৷

দিনের প্রথম সেশনে ভারতীয় বোলাররা ছড়ি ঘোরানোর পর দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেও জারি থাকে ইশান্ত শর্মাদের দাপট ৷ বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট করে দেয় ভারত ৷ পালটা ব্যাট করতে নেমে ভারত ইনিংসের শুরুতে ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসলেও গোধুলির কঠিন সময় নির্বিঘ্নে কাটিয়ে দেয় ৷



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*