ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচার কমে গিয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানিয়েছেন, সীমান্তে বিএসফকে অত্যন্ত ভালোভাবে ব্বহার করা, উন্নত যন্ত্রপাতির ব্যবহার, রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় বাড়ানোয় গরুপাচার উল্লেখযোগ্যভাবে কমেছে। তাঁর কথায়, পাচার পুরোটা বন্ধ করা যায়নি। দুপারের বাসিন্দাদের বহুদিন ধরে পাচারই জীবিকা। গরুপাচার নিয়ে মৃত্যুর ঘটনাও কমে গিয়েছে। এবছর এক অফিসার ও একজন জওয়ান পাচার রুখতে গিয়ে মারা গিয়েছেন। গতবছরও মারা গিয়েছিলেন ১০ জন। ওপারের কেউ গুলিতে মারা যায়নি। তবে এপারের এক পাচারকারীর মৃত্যু হয়েছে গুলিতে। তিনি জানান, ইনসাসের বদলে সীমান্তে এখন পাম্প অ্যাকশন গান ব্যবহার করা হচ্ছে।
Be the first to comment