চিনকে হারিয়ে বড় জয় ভারতের, রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ শাখায় মিললো সদস্য পদ

Spread the love

চিনকে হারিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ সংগঠনে জায়গা করে নিল ভারত৷ UN Commission on the Status of Women (CSW)-এর সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ভারত৷ লিঙ্গ বৈষম্য দূর করা এবং মহিলাদের ক্ষমতায়ণে বিশ্বের শীর্ষ সংগঠন এটি৷ তুল্যমূল্য লড়াইয়ের পর চিনকে হারিয়ে সেই সংগঠনেই জায়গা করে নিয়েছে ভারত ৷

রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কাউন্সিল ECOSOC-এর অধীনে কাজ করে CSW৷ ৫৪ সদস্যের ECOSOC-এর ২০২১ সালের জন্য তাদের প্রথম প্লেনারি অধিবেশন আগামী সোমবার রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেমব্লি হলে হওয়ার কথা৷ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ECOSOC-এর দু’টি আসনের জন্য নির্বাচন হয়েছিল৷ মূল প্রতিদ্বন্দ্বী ছিল আফগানিস্তান, চিন এবং ভারতের মধ্যে৷

৫৪টির মধ্যে সর্বাধিক ৩৯টি ভোট পেয়েছে আফগানিস্তান৷ ৩৮টি ভোট পেয়েছে ভারত৷ কিন্তু রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন পেয়েছে মাত্র ২৭টি ভোট৷ মোট প্রদান করা ভোটের অর্ধেক তো চিন পায়নি, এমন কি সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য প্রয়োজনীয় ২৮টি ভোট জোগাড় করতেও ব্যর্থ হয়েছে তারা৷প্রতীকী ছবি রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ট্যুইটারে লেখেন, ‘#ECOCOC-এর সম্মানীয় সদস্যপদ পাওয়ার লড়াইয়ে জয়ী হল ভারত৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*