ফের সংঘর্ষ বাধল ভারতীয় ও চিনা সেনার মধ্যে৷ এবার ঘটনাস্থান সিকিম সীমান্তের নাথুলা। গত সপ্তাহে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গিয়েছে ৷ কয়েক মাস আগে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ৷
আগেরবারও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতের দিকে ঢুকে পড়ার চেষ্টা করছিল চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ৷ এবারও সিকিমের নাথু লায় একই ধরনের ঘটনা ঘটেছে৷ তখনই ভারতীয় সেনা বাধা দেয়৷ তার পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ জানা গিয়েছে যে এই ঘটনায় ভারতীয় সেনা ও পিএলএ দুই পক্ষের মধ্যে বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন৷
ভারত ও চিনের মধ্যে গত বছরের মে মাস থেকেই গোলমাল চলছে৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকবার অনুপ্রবেশের চেষ্টা করেছে চিনা সেনা৷ এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ৷ জুন মাসে এই নিয়ে সংঘর্ষও বাধে৷ তখন ভারতের বেশ কয়েকজন সেনা জওয়ান শহিদও হন৷ আহত হন অনেকে৷ চিনের তরফে অবশ্য তখন তাদের জওয়ানদের আহত ও নিহত হওয়ার কোনও খবর সামনে আনেনি৷ তবে সূত্রের খবর, ৪০ জনের বেশি চিনা জওয়ান হতাহত হয়েছিলেন ।
এদিকে গত কয়েক মাস ধরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে৷ রবিবার কর্পস কমান্ডার পর্যায়ের নবম রাউন্ডের বৈঠকও হয়৷ রবিবার সকাল ১১ টা নাগাদ শুরু হওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা ধরে চলে ৷
তার মধ্যেই এই সংঘর্ষের ঘটনা সামনে এল৷ তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে৷ আবার নাথু লায় দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বাড়তে পারে৷ এই সুযোগে পূর্ব লাদাখে অনুপ্রবেশের চেষ্টাও করতে পারে লাল ফৌজ ৷
Be the first to comment