১৪ ঘন্টায় দেশে মৃত শতাধিক, আক্রান্ত ছাড়ালো ৫৬ হাজার

Spread the love

দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হল ১০৩ জনের। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯০।

বৃহস্পতিবারের মৃত্যু মিলে দেশে করোনার জেরে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৩৬। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৩৪২। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর জানানো হয়েছে।

মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন বা সেরে উঠেছেন এমন মানুষের সংখ্যা ১৬ হাজার ৫৩৯ জন। ১ জন বিদেশে ফিরে গেছেন। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৩৭ হাজার ৯১৬ টি।

সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। সেখানে মৃতের সংখ্যাও বেশি। এরপরেই এই তালিকায় রয়েছে গুজরাত। ৩ নম্বরে রয়েছে রাজধানী দিল্লি।

দেশে এই মুহূর্তে চলছে তৃতীয় দফার লকডাউন। আগের দুই দফার মতো কড়াকড়ি থাকছে না লকডাউনের তৃতীয় দফায়। গ্রিন জোনে কিছু বাদে সব ধরণের পরিষেবাই চালু রয়েছে। বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিতে পারবে বাসগুলি। এছাড়া গ্রিন জোনে ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে পারবে।

এছাড়া রেড জোনে রেড জোনে চালু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আইটি ও অনুসারি পরিষেবা, ডেটা ও কলসেন্টার, হিমঘর, ওয়্যারহাউজ। টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। জল, বিদ্যুৎ, সাফাই কর্মী পরিষেবা চালু থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু থাকবে ক্যুরিয়র ও ডাক পরিষেবা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা আগের মতোই চালু রাখার সিদ্ধান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*