দেশে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৯,৯২১; সুস্থ ৬৫ হাজারের বেশি

Spread the love

দেশে বাড়ছে কোরোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ হাজারের বেশি। তবে সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৬৯ হাজার ৯২১ জন। এই নিয়ে দেশজুড়ে মোট ৩৬ লাখ ৯১ হাজার ১৬৭ জন কোরোনায় আক্রান্ত হয়েছে।

কমেছে মৃতের সংখ্যাও । ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৯ জনের। মোট মৃত্যু হয়েছে ৬৫ হাজার ২৮৮ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৫ হাজার ৯৯৬।

রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হচ্ছে অনেকে। সুস্থতার হার প্রায় ৭৬ শতাংশ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে ২৮ লাখ ৩৯ হাজার ৮৮৩।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৫৪১। সক্রিয় আক্রান্ত ১ লাখ ৯৪ হাজার ৩৯৯। মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে। সেখানে মোট সংক্রমিত ৪ লাখ ৩৪ হাজার ৭৭১ । সক্রিয় আক্রান্ত ১ লাখ ২৭৬ । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 28 হাজার ৪১ জন কোরোনায় আক্রান্ত। সক্রিয় আক্রান্ত ৫২ হাজার ৫৭৮ জন। সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*