আবারও রেকর্ড সংক্রমণ। দেশে একদিনে কোরোনায় আক্রান্ত হল ৮৬ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৩২ জন। এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন। সক্রিয় আক্রান্ত ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫ ৷
সুস্থের সংখ্যাও বেড়েছে ৷ দেশে সুস্থতার হার ৭৭.২ শতাংশ। মোট সুস্থ হয়েছে ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন ৷ মোট মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের ৷
দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার ৬২। সক্রিয় আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৩২৫। মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত ৪ লাখ ৭৬ হাজার ৫০৬। সক্রিয় আক্রান্ত ১ লাখ ২ হাজার ৬৭।
আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত ৪ লাখ ৫১ হাজার ৮২৭ জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত ৫১ হাজার ৬৩৩ ৷ সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশ , দিল্লিতেও।
Be the first to comment