দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে পারস্পরিক লেনদেন বাড়াতে ১৪টি মউ স্বাক্ষর করল ভারত ও ফ্রান্স। ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, পরমাণু শক্তি ও গোপন, বিধিবদ্ধ নথিপত্রের সুরক্ষা সহ প্রধান প্রধান ক্ষেত্রে ১৪টি চুক্তি স্বাক্ষরিত হল শনিবার। সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ প্রয়াস জোরদার করতে একমত হয়েছে দুই দেশই। পাশাপাশি, সুরক্ষিত, গোপন নথি, তথ্য বাইরে প্রকাশ রুখতেও চুক্তিতে সই করেছে দুটি দেশ।
এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে মাকরেঁর পাশে দাঁড়িয়ে মোদী বলেন, আমাদের প্রতিরক্ষা সহযোগিতা এমনিতেই দৃঢ়। ফ্রান্সকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিরক্ষা শরিকদের মধ্যে ফেলছি আমরা। অন্যদিকে মাকরঁ বলেন, সন্ত্রাসবাদ ও মৌলবাদের সফল মোকাবিলার বিষয়টি কৌশলগত বোঝাপড়ার মূল কেন্দ্র হতে চলেছে। বলেন, আমরা চাই, ভারত যেমন এখানে আমাদের প্রথম কৌশলগত শরিক, তেমনই ইউরোপে, এমনকী পশ্চিমী দুনিয়ায় আমরা ভারতের প্রথম কৌশলগত সঙ্গী হতে চাই।
Be the first to comment