পাকিস্তানকে আপাতত ভাতে মারা, পরবর্তীতে হাতে মারা এমনই ইঙ্গিত দিল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক শেষ করতে চলেছে ভারত। এমনটাই সাংবাদিক বৈঠক করে আভাস দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও কৌশলগত পালটা ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। ১৯৬০ সালের সিন্ধু নদের জল চুক্তি স্থগিত থাকবে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অবিচলভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে। এছাড়াও, পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। যতই জরুরী প্রয়োজন হোক, কোনও পাকিস্তানি নাগরিককে আর ভিসা দেওয়া হবে না। ইতিমধ্যে যে সকল ভিসা জারি করা হয়েছে, সেগুলিকেও বাতিল বলে গণ্য করা হবে। যে সকল পাক নাগরিক এই মুহূর্তে ভারতে আছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। রেহাই পাবেন না পাক কূটনীতিকরাও। তাঁদের ভারত ছাড়ার জন্য ১ সপ্তাহের ডেডলাইন ঘোষণা করা হল। পাশাপাশি, আট্টারিতে সমন্বিত চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। বিদেশ সচিব জানান, যারা বৈধ অনুমোদন নিয়ে আট্টারি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে গিয়েছেন, ১ মে তারিখের মধ্যে শুধুমাত্র তাঁদের এই পথ দিয়ে ভারতে ফিরতে দেওয়া হবে। এবং ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে যে সকল প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টারা আছেন, তাঁদেরও অবিলম্বে প্রত্যাহার করা হবে। সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলি বাতিল বলে গণ্য করা হবে বলে জানিয়েছেন বিদেশ সচিব।
উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। সেই বৈঠকের শেষেই এক সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানান, পহেলগাঁওয়ের হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাশাপাশি, সেই সঙ্গে পহেলগাঁও হামলার আবহে দেশের প্রতিটি বাহিনীতে নজরদারি বাড়ানো হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। সেই সঙ্গে পহেলগাঁওয়ে বিরুদ্ধে হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছে বিদেশমন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*