শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে রবিবার রওনা হল রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। এই ভারতীয় দলে বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার আছে। রোহিত ছাড়াও এই দলে তেমনি আছে শিখর ধবন, সুরেশ রায়না, দীনেশ কার্তিকের মতো সিনিয়ররা। আর আছেন মণিশ পাণ্ডে এবং ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থদের মতো কিছু প্রতিভাবান উঠতি ক্রিকেটাররা। মঙ্গলবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ। বৃহস্পতিবারই ভারত-বাংলাদেশ মুখেমুখি হবে প্রেমদাসায়। তিন দল একে অপরের মুখোমুখি হবে দু’বার করে। তার পরে সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ মার্চ। বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। ২০১৯ বিশ্বকাপের আগে ওয়ান ডে দলেও নিজের জায়গা পাকা করতে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টকে কাজে লাগাতে চান জয়দেব উনাদকাট। দলে বাঁহাতি পেসারের জায়গা পাকা করার জন্য জয়দেব উনাদকাট এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে চান।
ফাইল ছবি
Be the first to comment