পেট ভরে চা টা খেয়ে অল আউট কোহলির ভারত। চা পানের আগে একটু জমাটি লাগছিল ভারতের ব্যাটিংকে। তারপর চা খাওয়ার তাড়াহুড়োয় উইকেট দিয়ে এলেন হনুমা বিহারি। আর চা জল খেয়ে ফিরে আরও দুরন্ত খেলা দেখালেন ভারতের ব্যাটসম্যানরা।
বলা যেতে পারে আদা জল পকেটে নিয়ে নেমে পড়লেন কিভাবে উইকেট দেওয়া যায় এই ভেবে। ততোধিক জঘন্য ঋষভ পন্ত। দেখে মনে হল না চা খেয়েও সকালের আড়মোড়া ভেঙেছে তার। আজব আজব শট খেলে আউট হয়ে চলে গেলেন ১২ রান করে। তার মধ্যে আবার দুটো সুযোগও দিয়েছিলেন। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে এক নম্বর টেস্ট দল ল্যাজেগোবরে হয়ে অল আউট ২৪২রানে।
বিশেষ ঘাতক অনামি জেমিসন। নিলেন পাঁচটি উইকেট। ভারতের বরাবরের যা অভ্যাস বিপক্ষের নতুনদের ভালো করে সুযোগ করে দেওয়া সেই ট্রেন্ড বজায় রাখল কোহলি অ্যান্ড কোং। যেমন দক্ষিণ আফ্রিকায় এনগিডি , বাংলাদেশের মুস্তাফিজুররা তাদেরই দলে নাম লেখালেন জেমিসন।
এদিন সকালের গল্পটাও একইরকম ছিল। টস হেরে হ্যাগলে ওভালের গ্রিন টপে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে৷ মেঘলা আবহাওয়া ও ঘাসের পিচে ইনিংসের শুরটা মন্দ হয়নি ভারতের৷ পৃথ্বী শ ও ময়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে ৩০ রান যোগ করেন৷ ময়াঙ্ক ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেও পৃথ্বীর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১২ ওভারের হাফ-সেঞ্চুরিপূর্ণ করে ভারত৷ তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পৃথ্বী৷ তাঁর মতোই হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন বিহারীও৷ ৭০ বলে ৫৫ রান করেন তিনি।
এদিন আবার মধ্যাহ্নভোজ সেরে মাঠে ফিরেই সাউদির শিকার হন কোহলি৷ তারপরেই রাহানে। মানে খাওয়া এত ভালো হচ্ছে নিউজিল্যান্ডে যে ভারতের খেলতে আর ইচ্ছা করছে না।
Be the first to comment