সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে নতুন কোনও দল চ্যাম্পিয়ন হওয়ার যেরকম প্রবণতা দেখা গিয়েছিল, তাতে নিউজিল্যান্ড শিবির আশাবাদী ছিল বিশেষ কারণে। আসলে শেষ ৬টি আইসিসি ইভেন্টে কোনও দল একাধিকবার চ্যাম্পিয়ন হতে পারেনি। অর্থাৎ, শেষ ৬টি আইসিসি ইভেন্টে ৬টি আলাদা আলাদা দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত, সেই তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের। তাই ট্রেন্ড বজায় থাকলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিউজিল্যান্ডকে দেখতে পাওয়ার কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসরে। শেষমেশ ঠিক সেটাই হয়।
আইসিসি টুর্নামেন্টে নতুন কোনও দল চ্যাম্পিয়ন হওয়ার সাম্প্রতিক ট্রেন্ড বজায় থাকে। সাউদাম্পটনে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরে।
ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষমেশ ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।
জয়ের জন্য দরকার ছিল ১৩৯ রান। ৪৫.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৫২ ও টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন।
Be the first to comment