ঘুরে দাঁড়াতে পারল না ভারত ৷ শুক্রবারের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলকে টানতে ব্যর্থ অজিঙ্কা রাহানেরা ৷ ১৬৫ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় রানের পথে নিউজিল্যান্ড। ব্যাট হাতে উজ্জ্বল অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় দিনে শেষে কিউইরা পাঁচ উইকেটে ২১৬ রান তুলেছে। এখনই ৫১ রানে এগিয়ে গিয়েছে তারা।
প্রসঙ্গত, শুক্রবার বৃষ্টির জন্য ৯০ ওভার খেলা হয়নি ৷ ৫৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ১২২ রান করেছিল ভারত ৷ ক্রিজে ছিলেন অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থ ৷ দিনের শুরুতে একটা ছয়ও মারেন ঋষভ ৷ ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বাড়াতে ঋদ্ধিমান সাহার বদলে সুযোগ পেয়েছেন তিনি ৷ ক্রীড়াপ্রেমীদের আশা ছিল, ভারতীয় দলকে তিনি টানবেন ৷ কিন্তু, রান আউট হয়ে ফিরতে হল ঋষভকে ৷ করলেন ১৯ রান ৷ টিম সাউদির পরের বলেই আউট হন রবিচন্দ্রন অশ্বিন ৷
ইশান্ত শর্মাকে সঙ্গী করে দলের টানার চেষ্টা করেন রাহানে ৷ কিন্তু, জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ ৪৬ রান করে আউট হন রাহানে ৷ দশ নম্বরে নেমে ২০ বলে ২১ রান করেন মহম্মদ শামি ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই অল আউট হয়ে যায় ভারত ৷
নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে চার উইকেট নেন কাইল জেমিসন ৷ চার উইকেট পেয়েছেন টিম সাউদিও ৷
Be the first to comment