১৫ ওভারেই সহজ জয় হাসিল করলো নিউজিল্যান্ড, ম্যান অফ দ্য ম্যাচ ট্রেন্ট বোল্ট

Spread the love

৩৫ ওভার বাকি থাকতেই চতুর্থ একদিনের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড। এদিন ভারতের করা ৯৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে ১৪.৪ ওভার খরচ করলো নিউজিল্যান্ড। এদিন ওপেনার মার্টিন গাপতিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চতুর্থ ওয়ান ডে ম্যাচে সহজ জয় পেলো কিউয়িরা। আর এই জয়ের সুবাদে সিরিজ হারলেও পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে আনল নিউজিল্যান্ড। এদিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ট্রেন্ট বোল্ট।

টসে জিতে এদিন ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কোহলির অনুপস্থিতে দলের অধিনায়কত্ব করেন রোহিত শর্মা। তবে এদিন ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে দাগ কাটতে ব্যর্থ তাঁদের জুটি। ব্যক্তিগত ১৩ রানে বোল্টের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান ৷ তখন ভারতের স্কোর ২১/১। তারপর ক্রিজে আসেন শুভমন গিল। ডেবিউ ম্যাচে সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন শুভমন। কিন্তু অপরদিকে একের পর এক সতীর্থকে হারাতে থাকেন তিনি। ৭ রান করে আউট হন রোহিত। রান আপে দুরন্ত ক্যাচ নেন বোল্ট।

তবে এদিন সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন আম্বাতি রায়াডু ও দীনেশ কার্তিক। দু’জনকেই একই ওভারে আউট করেন গ্র্যান্ডহোম। তার পরের ওভারেই রোহিতের ধাঁচে বোলারকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান শুভমন। কিছুক্ষণ পর আউট হন কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার। হার্দিক পান্ডিয়া আক্রমণ করার চেষ্টা করলেও তাঁকে সঙ্গে দেওয়ার কেউ ছিল না। ১৬ রানে আউট হন তিনি। ২৫ রান যোগ করেন চাহাল ও কুলদীপ জুটি। ১৫ রান করেন কুলদীপ। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর যুজবেন্দ্র চাহলের। ১৮ রান করেন তিনি। ৫ রান করেন খলিল। শেষ অবধি ৩০.৫ ওভারে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

নিউজ়িল্যান্ডের হয়ে ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ টি উইকেট নেন বোল্ট। এই নিয়ে একদিনের ম্যাচে পঞ্চমবার পাঁচ উইকেট নিলেন কিউয়ি তারকা। নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার রিচার্ড হ্যাডলির রেকর্ড স্পর্শ করেন বোল্ট। তিনটি উইকেট তুলেছেন গ্র্যান্ডহোম। একটি করে উইকেট পান জিমি নিশম ও অ্যাসলে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই প্যাভিলিয়নে ফেরেন গাপতিল। ভুবনেশ্বর কুমারের প্রথম তিন বলে থেকে ১৪ রান তুলে চতুর্থ বলে পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার নিকোলস ও অধিনায়ক উইলিয়ামসনের জুটিতে ওঠে ২৫ রান। ১৮ বলে ১১ রান করে অধিনায়ক আউট হলেও মাত্র ১৪.৪ ওভারের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিকোলস-টেলর জুটি। ৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন নিকোলস। অন্যদিকে দ্রুত ম্যাচ শেষ করার পথে ২৫ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রস টেলর। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। এদিন দু’টি উইকেটই নেনে ভুবনেশ্বর কুমার।

 


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*