নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে চার রানে হারলো ভারত। ফলে টি-২০ সিরিজ়ে কিউয়িরা ২-১ ব্যবধানে জিতে গেলো। এদিনের ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হলেন কলিন মুনরো। ম্যান অফ দা সিরিজ হলেন টিম সিফার্ট।
রবিবার টসে জিতে রোহিত শর্মা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টিম সিফার্ট ও কলিন মুনরো প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। তাঁদের সামনে ভারতের কোনও বোলারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৮০ রানে নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায়। সিফার্ট ২৫ বলে ৪৩ রান করে আউট হলেও মুনরো হাফ সেঞ্চুরি করেন। তবে মুনরোকে আউট করেন কুলদীপ। পরের ওভারেই কেন উইলিয়ামসনকে তুলে নেন খলিল আহমেদ। পরপর দু’উইকেট হারালেও রানের গতিতে ছেদ পড়েনি।
শেষদিকে গ্র্যান্ডহোম ও রস টেলরের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ ওভারে ২১২ রান তোলে নিউজিল্যান্ড। কুলদীপ যাদব ২টি, ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদ একটি করে উইকেট পান।
অন্যদিকে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই শিখর ধাওয়ান আউট হন। বিজয় শংকর চালিয়ে খেলতে থাকেন। ২৮ বলে ৪৩ রান করার পর তাঁকে আউট করেন স্যান্টনার। তখন ভারতের স্কোর ৮.৩ ওভারে ৮১ রান। তারপর ক্রিজে আসেন ঋষভ পন্থ। প্রথম থেকেই তিনি ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২১ রানে করে পন্থ প্যাভিলিয়নে ফেরেন। তারপর পরপর তিন ওভারে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও ধোনিকে হারায় ভারত। পরে দীনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়ার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে শেষ ওভারে জেতার জন্য ১৬ রান দরকার ছিল ভারতের। কিন্তু, দীনেশ কার্তিক তৃতীয় বলে রান না নেওয়ায় তিন বলে ১৩ রান দরকার ছিল। শেষপর্যন্ত ৪ রান আগেই থেমে যায় ভারত।
Be the first to comment