নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় প্রবল চাপে বিশ্বের একনম্বর টেস্ট দল ভারত ৷ শুক্রবার বেসিন রিজার্ভে খেলা গড়াল মাত্র ৫৫ ওভার ৷ বৃষ্টি থামলেও আউটফিল্ড ভিজে থাকায় চা বিরতির পর মাঠে নামতেই পারল না দুই দলের ক্রিকেটাররা ৷ ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর এখন ১২২/৫ ৷ ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে (৩৮) এবং ঋষভ পন্থ (১০) ৷
ঝোড়ো হাওয়ার সঙ্গে মেঘলা আকাশ ৷ ওয়েলিংটনের আবহাওয়ার সঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশের আজ বেজায় মিল দেখা গেল ৷ প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছেন কোহলির ডেপুটি অজিঙ্কা রাহানে (৩৮) ৷ সঙ্গী ঋষভ পন্থ (১০) ৷ বেসিন রিজার্ভের সবুজ পিচে প্রথম ইনিংসে রাহানে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি বাঁচাতে পারবেন না তা সময়ই বলবে ৷ ওয়েলিংটনের মাঠে আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসায় বিরতির পর মাঠে নামতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা ৷ পিচ কভারে ঢেকে দেওয়া হয় ৷ যদিও মাঠ ভিজে থাকায় খেলা এদিনের মতো স্থগিত হয়ে যায় ৷
ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে অল উইন রেকর্ড ধরে রাখতে মরিয়া বিরাট কোহলির দল ৷ বছরের প্রথমে নিউজ়িল্যান্ডের মতো কঠিন দলের বিপক্ষে সেই রেকর্ড ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ ৷ টসে জিতে বেসিন রিজার্ভের গ্রিন টপে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় কিউয়িরা ৷ একদিকে হাওয়া, অন্যদিকে বেসিনের সবুজ পিচে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইলি জেমিসনদের পেস আক্রমণ ৷ সবে মিলে নাস্তানাবুদ ভারত ৷ মায়াঙ্ক আগরওয়াল-পৃথ্বী শ-য়ের নয়া ওপেনিং জুটির ব্যর্থতার পর দলকে ভরসা দিতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারাও (১১) ৷
মর্নিং সেশনে তিনটি উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত ৷ ব্যর্থতার খাতায় নাম লিখিয়ে জেমিসনের ডেলিভারিতে রস টেলরের মুঠোবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক কোহলিও (২) ৷ প্রস্তুতি ম্যাচে রান করলেও মিডল অর্ডারে প্রয়োজনের সময় দলের হাল ধরতে পারেননি হনুমা বিহারিও (৭) ৷ চা বিরতি পর্যন্ত স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে ভারত ৷
কোহলির যাবতীয় ভরসা এখন অজিঙ্কা রাহানে ৷ অতীতে দলকে খাদের কিনারা থেকে টেনে আনার নজির রয়েছে রাহানের ৷ বেসিন রিজার্ভের পয়া মাঠে রাহানের দিকেই তাকিয়ে ভারতীয় সমর্থকরা ৷
Be the first to comment