প্রতীকী ছবি,
সীমান্তে সংঘাত চলছে। তারপরেও মানবিক ইস্যুতে আবারও কাছাকাছি এগিয়ে এল ভারত-পাকিস্তান। সূত্রের খবর, মঙ্গলবার পাঁচ পাকিস্তানি জেলবন্দিকে মুক্তি দিতে চলেছে ভারত। পিছিয়ে নেই পাকিস্তানও। ৫৪ ভারতীয় জেলবন্দিদের মুক্তির ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে পাকিস্তানেও।
প্রসঙ্গত, গত মার্চেই দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল ৭০ বছরের ঊর্ধ্বে যেসব মহিলারা জেলে বন্দি রয়েছেন তাঁদের ছেড়ে দেওয়া হবে। জানা গেছে,ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মাহমুদ ২০১৭ সালে এই ব্যাপারে উদ্যোগী হন। গত জানুয়ারিতে ২৫০ সাধারণ জেলবন্দি ও ৯৪ জন মৎস্যজীবীদের তালিকা তুলে দেওয়া হয় পাকিস্তানের হাতে। বিনিময়ে পাকিস্তানও তাদের কারাগারে আটক ৫৮ জন সাধারণ বন্দি ও ৩৯৯ জন মৎস্যজীবীদের তালিকা তুলে দেয় ভারতের হাতে। মুক্তির প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে। তবে ছাড়ার আগে দুই দেশের চিকিৎসক প্রতিনিধিরা বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন। পাশাপাশি যৌথ বিচারবিভাগীয় কমিটি তৈরি করে সমস্ত বন্দিদের আইনি সহায়তার বিষয়টিও দেখা হবে।
Be the first to comment