“দোস্তি” থেকে “থর” বন্ধ হতে চলেছে সবই; জানালো পাকিস্তান

Spread the love

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করেছে ভারত। আর তার প্রতিবাদে পাকিস্তান আগেই দু’টি আন্তর্দেশীয় ট্রেন বাতিল করে দিয়েছিল। তার জন্য যথেষ্ট হয়রানির শিকার হয়েছে সাধারণ যাত্রীরা। আর তারপরই বন্ধ করল বাস। দোস্তি নামক এই বাস দিল্লি থেকে চলত লাহোরে।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ গত শুক্রবার ঘোষণা করেন, থর এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই ট্রেনটি যাতায়াত করত রাজস্থান সীমান্ত দিয়ে। রশিদ ঘোষণা করেন, থর এক্সপ্রেস শেষবারের মতো ছাড়বে শুক্রবার রাতে। এদিকে তার আগে বৃহস্পতিবারই বন্ধ করে দেওয়া হয় সমঝোতা এক্সপ্রেস।

পাকিস্তানের যোগাযোগ ও ডাক মন্ত্রী মুরাদ সৈদ বুধবার জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকের পরে তাঁরা ওই বাস সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৯ সালে ওই বাস পরিষেবা শুরু হয়। ২০০১ সালে ভারতের সংসদ ভবনে জঙ্গি হামলার পরে বন্ধ করে দেওয়া হয়। ২০০৩ সালে পুনরায় বাসটি চালু হয়। বাসটি ছাড়ত দিল্লি গেটের কাছে আম্বেদকর স্টেডিয়াম টার্মিনাল থেকে। ভারতে এই বাস চালাত ডিটিসি। প্রতি সোম, বুধ ও শুক্রবার দিল্লি থেকে বাস ছাড়ত। অন্যদিকে পাকিস্তানে সেই বাস চালাত পিটিডিসি। সেই বাসটি লাহোর থেকে ছাড়ত প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*