কোহলির চওড়া ব্যাটে পাকিস্তানকে নাস্তানাবুদ করে সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অনবদ্য কিং কোহলি। প্রমাণ করে দিলেন তিনি এখনও মাঠের রাজা। দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ভারতকে একাই টেনে নিয়ে গেলেন বিরাট। ভালো ব্যাট করেছেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করল ভারত। পরপর দুই ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নিল পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৪১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করে ৪ উইকেট  হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার ইমাম-উল-হক ও বাবর আজম। প্রথম ওভারেই পাঁচটি ওয়াইড বল করেন মহম্মদ শামি। ফলে লজ্জার নজির গড়ে এক ওভারে ১১টি বল করলেন সবমিলিয়ে। পাকিস্তানের ইনিংসে ব্রেক থ্রু দেন হার্দিক পান্ডিয়া। কভার ড্রাইভের লোভে কট বিহাইন্ড হয়ে ফেরেন বাবর আজম। ২৬ বলে ২৩ করেছেন তিনি। ক্যাপ্টেন রিজওয়ানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সাউদ শাকিল। ফকর জমানের পরিবর্তে স্কোয়াডে আসা ইমাম উল হক, মিড অনে বল ঠেলেই রান নিতে দৌড়েছিলেন। যদিও অক্ষর প্য়াটেল বল ধরেই উইকেট ভেঙে দেন।
এরপর দুর্দান্ত জুটি গড়েন ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। ১০৪ রান যোগ করেন তাঁরা। এরপর ফের খেই হারায় পাকিস্তান। অক্ষরের বলে ৪৬ রান করে আউট হন  রিজওয়ান। পাকিস্তানের রান ১৫৩/৩ থেকে ২০০-৭ হতে খুব বেশি সময় লাগেনি। ৩৫ ওভারের মাথায় পান্ডিয়ার বলে ৬২ রান করে আউট শাকিল। দলের ১৬৭ রানের মাথায় জাদেজার বলে বোল্ড হন তাহির। চার রানে তিনি ফিরে যান সাজঘরে। কুলদিপের বলে শূন্য রানে আউট হন শাহিন। ২০১ রানে পাকিস্তানের রান তখন ২০১। ফের উইকেট পান কুলদীপ। ১৪ রান করে হন আউট নাসিম। রান আউট হন রউফ। জাদেজা, কুলদীপ, অক্ষর সকলেই উইকেট নেন। ৪৯তম ওভারের প্রথম ডেলিভারিতে ছয় মারেন খুশদিল। ২৪১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
২৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন রোহিত। ভারতের ব্রিগেডে প্রথম আঘাত হানেন শাহিন। শাহিনের ইয়র্কার স্টাম্প ভেঙে দেয় রোহিতের। ২০ রানে ফিরলেন তিনি। রোহিতকে আউট করা শাহিনের এক ওভারে তিনটি চার মারেন শুভমন। রউফের বলে শুভমনের সহজ ক্যাচ ফেলে দিলেন খুশদিল। এদিন একদিনের ম্যাচে ১৪ হাজার রানের গণ্ডি পেরোলেন বিরাট কোহলি। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলে শুভমন গিল। দলের ১০০ রানের মাথায় আবরার আহমেদের বলে ৪৬ রানে আউট হন গিল।
পাকিস্তানের বিরুদ্ধে আবার জ্বলে উঠলেন কোহলি। ৬২ বলে তিনি ৫০ রান করেন। কোনও রকম ঝুঁকি না নিয়ে ব্যাট করতে থাকেন কিং। তৃতীয় উইকেটের জুটিতে ১৫০ রান পেরিয়ে যায় ভারত। ৬২ বলে অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ার। ৩৬ ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ৬৭ বলে ৫৬ রান করে খুশদিলের বলে আউট হন শ্রেয়স। মাত্র ৮ রান করে শাহিনের বলে আউট হন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া আউট হতেই মাঠে নামে অক্ষর প্যাটেল। এরপর অনবদ্য শতরান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বিরাট। এদিন ৪৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৬ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত হল ভারতের। আগামী ২ মার্চ দুবাই স্টেডিয়ামে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*