বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত৷ এমনটাই জানাচ্ছে গ্লোবাল কার্বন প্রজেক্টের রিপোর্ট৷ বুধবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে সারা বিশ্বে নির্গত হওয়া কার্বন ডাইঅক্সাইডের ৭ শতাংশই নির্গত হয়েছে ভারতে৷ প্রথম তিন স্থানে রয়েছে চিন (২৭ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (১৫ শতাংশ) ও ইউরোপীয় ইউনিয়ন (১০ শতাংশ)৷ ভারত সহ এই ৪ দেশ থেকেই সারা বিশ্বের নির্গত কার্বন ডাই অক্সাইডের ৫৮ শতাংশ নির্গত হয়েছে৷ বাকি ৪১ শতাংশ এসেছে অন্যান্য দেশগুলো থেকে৷ এর আগের দশকে ভারতের কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার ৬ শতাংশ বেড়েছিল৷ যেখানে শুধুমাত্র ২০১৭ সালেই এই নির্গমনের হার বেড়েছে ২ শতাংশ৷ ২০১৮ সালের শেষে এই হার ৬.৩ শতাংশ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সবচেয়ে দূষিত ১০ দেশের তালিকায় থাকা বাকি দেশগুলো হল রাশিয়া, জাপান, জার্মানি, ইরান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া৷
Be the first to comment