যত সময় গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ইউক্রেনের পরিস্থিতি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বর্ষণের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের এয়ারস্পেস। ইউক্রেন থেকে কোনও ভারতীয়কে উদ্ধার না করেই ফিরে আসতে হয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানকে। তবে হাল ছাড়তে নারাজ ভারত সরকারও। ফের উদ্ধারকারী বিমান পাঠাচ্ছে কেন্দ্র। তবে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় সরাসরি সে দেশে নয়, বরং সীমান্ত লাগোয়া বুচারেস্ট থেকেই আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হবে। আগামিকাল, শনিবারই এয়ার ইন্ডিয়ার তরফে দুটি বিশেষ বিমান পাঠানো হবে। রাত দুটোর সময় ওই বিমান অবতরণ করবে।
বৃহস্পতিবার ইউক্রেনের উপরে রাশিয়া হামলা চালানোর পরই কেন্দ্রের তরফে সে দেশে আটকে পড়া প্রায় ২০ হাজার ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য বিকল্প পথ নিয়ে চিন্তাভাবনা শুরু করা হয়। বিদেশমন্ত্রকের তরফে জরুরি বৈঠকও করা হয়। বিদেশ সচিব হর্ষ শ্রিংলা জানান, যুদ্ধ পরিস্থিতির মাঝখান থেকে ভারতীয়দের উদ্ধার করে আনতে বিদেশমন্ত্রকের তরফে বেশ কয়েকটি দলও পাঠানো হয়েছে।
এই দলগুলি ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী দেশে পৌঁছে গিয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়ার সীমান্তে রয়েছেন তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২ ঘণ্টা দূরত্বেই এই সীমান্তগুলি রয়েছে। ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায়, বুচারেস্ট থেকে তাদের উদ্ধার করে আনা হবে। তবে কীভাবে তারা বুচারেস্ট অবধি পৌঁছবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
Be the first to comment