
রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু ও কাশ্মীরের পহলেগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। সিন্ধু জলচ্যুক্তি স্থগিত করেছে ভারত,পাকিস্তানের কূটনৈতিকদের ভারত ছড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের প্রবেশাধিকারও বন্ধ করে দিয়েছে ভারত। যার অর্থ এবার প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করারই ইঙ্গিত দিয়ে দিল ভারত।
২২ এপ্রিল পহেলগাঁও হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। তারপরই এই কূটনৈতিক প্রক্রিয়া লাগু করা হয়। এই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এপর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্তব্ধ গোটা দেশ। স্বজনহারাদের কান্নায় শোকের ছায়া ভূস্বর্গের মাটিতে। গোটা দেশ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে। ভারত এই ঘটনার পরই আরও শক্ত হাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে। জঙ্গি হামলার পরে পাকিস্তানের সাথে সমস্ত চুক্তি পর্যন্ত ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ ভারত। অনুমান হতে পারে সার্জিক্যাল স্ট্রাইকও।
Be the first to comment