১০ মিনিটে সব শেষ, দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করলো ভারত

Spread the love

দরকার পড়লো মাত্র ১০ মিনিট ৷ চতুর্থ দিনে মাত্র ২ ওভারেই দক্ষিণ আফ্রিকার বাকি দু’উইকেট ফেলে দিলেন ভারতীয় বোলাররা ৷ আরও স্পষ্ট করে বললে অভিষেককারী শাহবাজ নাদিম ৷ পরপর দু’বলে প্রতিপক্ষের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে ভারতকে টেস্টে জয় এনে দিলেন ৷ ভারত জিতলো এক ইনিংস ও ২০২ রানে ৷

সোমবার তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৮ উইকেটে ১৩২ রান ৷ মঙ্গলবার প্রথম ওভার করেন মহম্মদ শামি ৷ পরের ওভার বল করতে আসেন নাদিম ৷ আর ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দক্ষিণ আফ্রিকার দুই উইকেট ফেলে দেন ৷

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন শামি ৷ দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং নাদিম ৷ একটি করে উইকেট নেন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা ৷ এই টেস্টে তিনি করেন ২১২ রান ৷ সিরিজের সেরাও তিনি ৷ সবমিলিয়ে তিন টেস্টের চার ইনিংসে ৫২৯ রান করেছেন ‘হিটম্যান’৷

তিনটি টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলেন বিরাট কোহলিরা ৷ প্রথম টেস্টে ২০৩ রানে জিতেছিল ভারত ৷ দ্বিতীয় টেস্টে জেতে এক ইনিংস ও ১৩৭ রানে ৷ এই টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট হল ২৪০ ৷ দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার পয়েন্ট ৬০ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*